মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫,

শিরোনাম :
  • যথাযোগ্য মর্যাদায় কুমিল্লা মুক্ত দিবস পালিত কুমিল্লা–৬ আসনে গণসংযোগ ও মানবিক সহায়তা কার্যক্রম যুবকদের হতাশার দিন শেষ  কেউ বেকার থাকবে না— কাজী দ্বীন মোহাম্মদ নাঙ্গলকোটে কৃষক পরিবারের জমি দখলের অভিযোগ যুবলীগ নেতার বিরুদ্ধে  চুরির মামলায় সাজাপ্রাপ্ত আসামী ফরিদ আমিন গণঅধিকারের এমপি প্রার্থী! খাদ্য মজুদ যা থাকার কথা তার চেয়ে বেশি আছে: কুমিল্লায় খাদ্য উপদেষ্টা রাত পোহালেই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে শিক্ষক পরিষদ নির্বাচন চান্দিনায় দুই সন্তানের জননীকে হত্যার অভিযোগ; স্বামী আটক কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে রসায়ন সমিতির সভাপতি আরিফুল, সম্পাদক আকাশ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে রসায়ন সমিতির সভাপতি আরিফুল, সম্পাদক আকাশ জামায়াত প্রার্থী শিশির মনিরের বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা
  • রাত পোহালেই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে শিক্ষক পরিষদ নির্বাচন

    রাত পোহালেই কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে শিক্ষক পরিষদ নির্বাচন
    ছবি সংগ্রহীত

    মো. রাকিব হোসেন।।

     
    কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে আগামীকাল (৯ ডিসেম্বর) সকাল ১০টা থেকে শিক্ষক পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, কলেজে এখন উৎসবের আমেজ। প্রার্থীরা ভোটারদের দ্বারেদ্বারে ভোট প্রার্থনা করছেন।

    সম্পাদক পদে তিনজন ও যুগ্ম সম্পাদক পদে দুইজন শিক্ষক প্রতিদ্বন্দ্বিতা করবেন। সম্পাদক পদে প্রার্থী: গণিত বিভাগের সহযোগী অধ্যাপক গাজী মুহাম্মদ গোলাম সোহরাব হাসান, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ যোবায়ের মিয়া, পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ আলমগীর হোসেন। যুগ্ম সম্পাদক পদে প্রার্থী: ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম ও অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ওমর ফারুক মজুমদার।

    প্রতিদ্বন্দ্বী না থাকায় কোষাধ্যক্ষ পদে অর্থনীতি বিভাগের প্রভাষক মো: ইমাম হোসেন নিঃপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হবেন। যুগ্ম সম্পাদক (মহিলা) পদ খালি থাকবে।

    নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোঃ খালেদ হোসেন খান জানান, ১৬৮ জন শিক্ষক ভোটার তাদের পছন্দের প্রতিনিধি নির্বাচন করবেন। ভোটগ্রহণ কলেজের পরীক্ষ ভবনের মাল্টিপারপাস রুমে সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত দুটি বুথে অনুষ্ঠিত হবে। ফলাফল ভোটগ্রহণের পরই ঘোষণা করা হবে।

    নতুন কমিটির মেয়াদ হবে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত।


    add